বিছনাকান্দি (Bisnakandi) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছনাকান্দি হচ্ছে একটি পাথর কোয়ারী। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষন হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। এ যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানাকান্দি।
যেভাবে যাবঃ বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সিলেট চলে আসবেন।
সিলেট হইতেঃবিছনাকান্দি যেতে সিলেটের আম্বরখানার সিএনজি স্টেশন থেকে জনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকায় লোকাল সিএনজিতে চড়ে হাদারপার নামক জায়গায় যেতে হবে।
সিএনজি রিজার্ভ নিলে সাধারণত ভাড়া ১০০০-১২০০ টাকার মত লাগবে। হাদারপার ঘাট থেকে নৌকা রিজার্ভ নিয়ে সরাসরি চলে যাবেন বিছনাকান্দি তে..
নৌকা ভাড়া ৮০০/১২০০ টাকা পর্যন্ত হয়। (দামাদামি করে নিবেন)
মাঝির নাম্বারঃ সুমন ভাই - 01741977852
বিছনাকান্দি উপজেলা নির্বাহী অফিসার এর নাম্বারঃ 01730-331036) এবং উপজেলা পরিষদ – (01919-515960)
nice place
ReplyDelete